শিলিগুড়ি, ১১ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ৩০ ও ৩৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী গৌতম দেব।
এদিন ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের দেওয়াল, রাস্তা ও ফুটপাতের সৌন্দর্যকরণ প্রকল্প এবং ৩৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু রাস্তার মেরামতি এবং নির্মান কাজ ও উদ্বোধন করেন মন্ত্রী গৌতম দেব।এছাড়াও ৩৮ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা আরও ভালো করার জন্য আজ থেকেই তার কাজ শুরু করা হয়েছে।
মন্ত্রী জানান, স্কুলের সুরক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে নতুন দেওয়াল তৈরি করার পাশাপাশি স্কুলের সামনের রাস্তা ও ফুটপাত সৌন্দর্যকরণ করা হয়েছে।এই প্রকল্পে মোট ৭৪ লক্ষ ৬০ হাজার টাকা খরচ হয়।
তিনি আরও বলেন, গোটা বছর ধরে সাধারণ মানুষের জন্য উন্নয়ন কাজ করেন এবং তার উদ্বোধন করেন।এই সমস্ত কাজের সাথে পুরনিগম ভোটের কোনো যোগ নেই।এদিকে করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন, বর্তমানে পর্যটন বিভাগে করোনা নিয়ে নতুন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি।সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় এই কারণে তিনি করোনা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।তিনি বলেন পশ্চিমবঙ্গের অবস্থা স্বাভাবিক রয়েছে।