শিলিগুড়ি,২৯ জুনঃ জঞ্জাল অপসারণে ডাম্পিং গ্রাউন্ডে বায়ো-মাইনিং প্রকল্পের সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব।মঙ্গলবার প্রায় ১৮ লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্পের সূচনা করেন গৌতম দেব।
গৌতম দেব বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে শহরের জনসংখ্যা।সেইসঙ্গে বাড়ছে আবর্জনাও।দ্রুত যদি আবর্জনাকে বিকল্প কোন রুপ না দেওয়া যায় তাহলে ভবিষ্যতে আবর্জনা সেখানে রাখা দায় হয়ে উঠবে। তাই জমে থাকা আবর্জনাকে বিকল্প রুপ দিতেই এই উদ্যোগ।এছাড়াও শহরে বেশ কয়েকটি কম্প্যাক্টর মেশিন বসানোর ভাবনা নিয়েছে পুরনিগম।