জলপাইগুড়ি, ১৮ মেঃ জলপাইগুড়ি পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে নতুন বোর্ড গঠন হল।জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান পাপিয়া পাল।
সোমবার পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে দায়িত্বভার বুঝে নেন তিনি।এদিন জলপাইগুড়ি পুরবোর্ডের প্রশাসক পাপিয়া পাল ও পুরবোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো, নিপু সাহা ও বিশ্বজিৎ সরকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এদিকে দীর্ঘদিনের চেয়ারম্যান মোহন বসুকে প্রশাসনিক বোর্ডে না রাখায় তৃণমূলের একাংশের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়েছে।এই বিষয়ে প্রশাসক পাপিয়া পাল বলেন,এটা প্রশাসনের বিষয়।আমি কোন মন্তব্য করব না।তবে তিনি দক্ষতার সঙ্গে জলপাইগুড়ি পৌরসভা চালিয়েছেন।অসুবিধে হলে তার পরামর্শ নেব।আজকেই ওনার সঙ্গে দেখা করব।