শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ করোনা পরিস্থিতিতে পুর পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ।অবিলম্বে পুর পরিষেবা চালু করার দাবিতে শনিবার বাম কো-অর্ডিনেটরদের তরফে প্রসাশক সুরেন্দ্র গুপ্তকে স্মারকলিপি প্রদান করা হল।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতি দেশে।আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও রেকর্ড ছাড়িয়েছে।শিলিগুড়িতেও প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুরনিগম নির্বাক শ্রোতার মত ভূমিকা পালন করছে এমনটাই অভিযোগ বাম কো-অর্ডিনেটরদের। এই কারণে শীঘ্রই পুর পরিষেবা চালু করার দাবি জানান তারা।
এদিন শিলিগুড়ির প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ির বাম কো-অর্ডিনেটররা পুরনিগমে গিয়ে প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।দ্রুত সমস্ত পরিষেবা পুনরায় চালু করা বিশেষ করে সেফ হোম ও বাড়ি বাড়ি সার্ভে করানোর ওপর জোর দেওয়ার দাবি জানানো হয়।