শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ গরীব-দুঃস্থদের সাহায্য করতে গিয়ে বিপাকে বাজার কমিটি। নিয়ম না মেনে হাজার হাজার মানুষের ভিড়। অবশেষে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ।
বুধবার সমাজসেবায় সামিল হয়েছিল গেটবাজার ওয়েলফেয়ার ব্যাবসায়ী সমিতি। খাদ্যসামগ্রী নিতে সকাল থেকে দূর-দূরান্ত থেকে হাজির হয়েছিলেন বহু মানুষ। তবে অত্যাধিক জমায়েতের কারণে প্রশাসনের তরফে খাদ্যসামগ্রী বিতরণ বন্ধ করে দেওয়া হয়। খাদ্যসামগ্রী না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়েই বাড়ি ফেরেন তারা। ক্ষোভও উগরে দেন বাজার কমিটির বিরুদ্ধে।
বিগত সময়ে এই বাজারের বিরুদ্ধে লকডাউন না মানার অভিযোগ উঠলেও সেইভাবে কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। নিয়ম অমান্য করে বাজার করতে দেখা গিয়েছে মানুষকে। এরপর ফের বুধবার বাজার কমিটির এই উদ্যোগে প্রায় কয়েক হাজার মানুষ জমায়েত হন।
প্রায় ঢাক-ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে সবাইকে অনুরোধ করা হয়েছিল খাদ্যসামগ্রী নিতে। আর তাদের আবেদনে করোনা ভাইরাসের চিন্তাকে দুরে সরিয়ে পরিবারের সদস্যদের খিদে মেটাতে খাবার সংগ্রহ করতে আসেন বহু মানুষ।
অভিযোগ, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দূরত্ব বজায় রাখার জন্য, সেখানে নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানুষকে জমায়েত করে নিজেদের খ্যাতি বাড়িয়ে তোলার তোরজোর শুরু করেছে বাজার কমিটি।
অবশেষে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে খাদ্যসামগ্রী বিতরণ বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।কিভাবে বাজার সমিতি নিয়ম না মেনে এই কর্মকাণ্ডে সামিল হয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।