শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ ২১ বিধানসভা নির্বাচন নিয়ে শিলিগুড়িতে সার্কিট হাউসে পাঁচ জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
এদিনের বৈঠকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার(সিইও)আরিফ আফতাব, ডাইরেক্টর অফ টেকনোলজি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কমল আগরওয়াল সহ দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জেলাশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
এদিনের বৈঠকে ৫ জেলার বর্তমান পরিস্থিতি কি রয়েছে, কিভাবে নির্বাচন সম্পন্ন করা হবে এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রায় ২ ঘন্টা ধরে চলে এই বৈঠক।
বৈঠক শেষে সুদীপ জৈন বলেন, ২১ এর নির্বাচন শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈঠক করা হচ্ছে।গতকাল তিনি কলকাতায় বৈঠক করেন।