শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ কোভিড যোদ্ধাদের পর আজ থেকে শিলিগুড়িতে প্রশাসনিক আধিকারিকদের করোনা টিকাককরণের প্রক্রিয়া শুরু করা হল।সেবক রোডে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক সেন্টারে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে ১৯ জন প্রশাসনিক কর্তা করোনার টিকা নেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হয়।শিলিগুড়ি জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে করোনা যোদ্ধাদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়।এরপর স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুসারে আজ থেকে শিলিগুড়িতে প্রশাসনিক আধিকারিক এবং কর্মীদের টিকাকরণ শুরু হল।
এদিনের শিবিরে দার্জিলিং এর এসপি, দার্জিলিং জেলার এডিএম সুমন্ত সহায়, ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা, শিলিগুড়ি থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী, ভক্তিনগর থানার আইসি, ভক্তিনগর ট্রাফিক গার্ডের আইসি সুবীর কুমার সহ অন্যান্য কর্মীদের আজ ভ্যাকসিন দেওয়া হয়।
সিএমওএইচ-৩ ডাঃ সংযুক্তা লিউ বলেন, শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক প্রথম বেসরকারি সংস্থা কোভিড ভ্যাকসিন শিবিরের আয়োজন করে।আজ ১৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক এর সদস্য নরেশ পেরিওয়াল বলেন, শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক সরকারি অনুমতি নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টার করার সুযোগ পেয়েছে।