শিলিগুড়িতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন এডিজি(আইবি)নীরজ কুমার সিং

শিলিগুড়ি, ৬ জুলাইঃ নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ শিলিগুড়ির সার্কিট হাউসে উত্তরবঙ্গের আইজি এবং পুলিশ কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের এডিজি(আইবি)নীরজ কুমার সিং।


বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে।সেইসমস্ত এলাকায় আইন শৃঙ্খলা কি অবস্থায় রয়েছে, অপরাধমূলক কাজকর্ম নিয়ে পুলিশ কিভাবে কাজ করছে।এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

বৈঠক শেষে উত্তরবঙ্গের আইজি ডিপি সিং বলেন, রাজ্য পুলিশের এডিজি আইবি নীরজ কুমার সিং এর উপস্থিতিতে একটি কো-অর্ডিনেশন মিটিং করা হল।এই বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত আইজি সহ সংলগ্ন এলাকার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।


এদিনের বৈঠকে আইবি বিভাগের আইজি ওজি পাল, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিং রেঞ্জের ডিআইজি অমিত পি জাভালগী, এসটিএফ এসপি জসপ্রীত সিং, ইসলামপুরের এসপি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *