শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ দার্জিলিং জেলায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিক সহ বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের নিয়ে জরুরী বৈঠক সারলেন জেলাশাসক।
বৈঠক শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, জেলা এবং মহকুমার সমস্ত নার্সিংহোমগুলিকে সরকারী গাইড লাইন অনুযায়ী ২৫ থেকে ৩০ শতাংশ বেড সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে বেশ কয়েকটি নার্সিংহোম এবং ডায়াগনেস্টিক সেন্টার করোনা পরীক্ষা করতে ইচ্ছুক বলে জানিয়েছে।তবে সেক্ষেত্রে অবশ্যই আগে টেস্টিং কিট পরীক্ষা করা হবে।তারপরই সবকিছু ঠিক থাকলে সেইসব নার্সিংহোম এবং ডায়াগনেস্টিক সেন্টারকে করোনা পরীক্ষা করার অনুমতি দেওয়া হবে।
এছাড়াও তিনি আরও বলেন,শিলিগুড়ির ইনডোর স্টেডিয়ামকে ফের সেফ হাউস করা হচ্ছে।পাশাপাশি নকশালবাড়ির হাতিঘিসা,বাতাসি ও লিবুটারিতে থাকা সেফ হাউসগুলির ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।