শিলিগুড়ি, ২৫ আগস্টঃ বুধবার বেঙ্গল সাফারি পার্কে সাপ ধরার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং সুকনা স্কোয়াড ও জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সাপ ধরার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে বেঙ্গল সাফারি পার্কের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিএফও বাদল দেবনাথ বলেন, বর্ষার সময় বিভিন্ন এলাকায় সাপ ঢুকে পড়ে।এরফলে আতঙ্কে থাকেন মানুষেরা।এর জন্য বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ এর তরফে এক দিবসীয় সাপ ধরার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বেঙ্গল সাফারি পার্কের কয়েকজন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এদিনের শিবিরে রেঞ্জার সঞ্জয় রসাইলি এবং সুকনা স্কোয়াডের আধিকারিকরা উপস্থিত ছিলেন।