শিলিগুড়ি, ৪ জুলাইঃ ২১শে জুলাই শহীদ দিবসে আগামী ১২ই জুলাই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার যৌথ উদ্যোগে ধূপগুড়িতে কর্মীসভার আয়োজন করা হয়েছে।তার প্রস্তুতির জন্য প্রতি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা।সোমবার ডাবগ্রাম ২ অঞ্চলের অন্তর্গত মধ্য শান্তিনগরে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল।
এদিনের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী শ্রীমতি মহুয়া গোপ।এছাড়াও জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সৈকত চ্যাটার্জী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, শিলিগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য গৌতম গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মহন্ত সহ দলের অন্যান্য সদস্যরা।
এদিন ব্লক সভাপতি সাগর মহন্ত বলেন, ১২ ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে কর্মীসভা করবেন। সেই কর্মীসভাকে সাফল্যমন্ডিত করা এবং একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ ধর্মতলায় শহীদের প্রতি সম্মান জানিয়ে যে সভা করা হবে সেই সভাকে সাফল্যমন্ডিত করার জন্য আজকের এই প্রস্তুতি সভার আয়োজন।
