রাজগঞ্জ, ১৭ সেপ্টেম্বরঃ দূর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন।ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন রাজগঞ্জের জমিদারগঞ্জের ঢাকিরা।
করোনা পরিস্থিতির জেরে গতবছর পুজোয় ঢাক বাজানোর তেমন বরাত পায়নি।এবছর ভালো বায়না পাওয়ার আশায় বুক বেঁধেছেন রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জমিদারগঞ্জের প্রায় ৩০টি ঢাকি পরিবার।
ঢাকিরা বলেন, করোনার জন্য পুজোর আয়োজনে ভাটা পড়েছে।সেকারণে ঢাক বাজানোর বায়না হয়না।বায়না না হলে সন্তানদের পুজোয় নতুন পোশাক জোটে না।এবছর এখনও ঢাক বাজানোর বায়না না হওয়ায় তাদের মন খারাপ।এছাড়াও ঢাকের বায়না হলেও পারিশ্রমিক পাওয়া যায় পুজোয় বাজানোর পর।তাই সবাই নতুন জামা-কাপড় নিলেও ঢাকিদের পরিবারের সদস্যরা নতুন পোশাক নেওয়া হয় পুজোর পরে।কিন্তু এবছর ভালো বায়না পাওয়ার আশায় রয়েছেন তারা।