শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ পেন্সিল বানানোর কোম্পানির নামে শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে প্রায় ২ মাস পর সেই কোম্পানির ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ।গ্রেফতার ৩ জনের মধ্যে একজন মহিলা।ধৃতদের নাম তাপস কর্মকার(২৪), ভাস্কর রায়(২৫) এবং ময়ূরী ঘোষ(২৬)।ময়ূরী ঘোষ শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।তাপস কর্মকার এবং ভাস্কর রায় শিলিগুড়িতে বাড়ি ভাড়া করে থাকত।
উল্লেখ্য, বেশকিছুদিন আগে হিন্দুস্থান উদ্যোগ কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি বাড়িতে বসে মানুষদের রোজগার সুযোগ করে দেয়।এর জন্য ৮০ হাজার টাকা করে মেশিন কেনার কথা বলে।প্রচুর মানুষ মেশিন কেনেনও।তবে প্রায় ২ মাস কাজ ঠিকঠাক চলার পর হঠাৎই কোম্পানি উধাও হয়ে যায়।প্রচুর মানুষ প্রতারণার শিকার হন।ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ দেখান প্রতারিতরা।এরপর সেই কোম্পানির নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ৩ জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে অভিযুক্তদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।