৩৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার শিলিগুড়ির এক বার মালিক

রাজগঞ্জ, ১৫ জানুয়ারিঃ ৩৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়ির একটি বারের মালিককে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ।ধৃতের নাম পবন দাস।


জানা গিয়েছে,  ২০২০ সালে বেলাকোবার এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলিগুড়ির হংকং মার্কেটের এক দোকানে চাইনিজ পুতুল কিনতে যান।পুতুলটি কেনার জন্য প্রায় ১ লক্ষ টাকা দরদাম হয়।ওই শিক্ষক পুতুলটি নেওয়ার জন্য কয়েক হাজার টাকা বায়না করেন।এরপর পুতুলটি শিক্ষকের বাড়িতে পৌঁছে দিয়ে বাকি টাকা নেওয়ার কথা বলা হয়।তবে শিক্ষককে ফোনে জানানো হয় পুতুলটি নিয়ে যাওয়ার সময় আমবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েছে।

এরপর আমবাড়ি ফাঁড়ির পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওই শিক্ষককে গ্রেফতারের হুঁশিয়ারি দেওয়া হয়।গ্রেফতার হওয়া এড়াতে তার কাছ থেকে ২ লক্ষ টাকা নেওয়া হয়।এরপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে শিক্ষকের কাছ থেকে ৩৭ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।


শিক্ষকের আরও অভিযোগ, জলপাইগুড়ির জেলাশাসক পরিচয় দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তার কাছে বড় অঙ্কের টাকাও চাওয়া হয়।অবশেষে গত নভেম্বর মাসে গোটা বিষয়টি নিয়ে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই টাকা শিলিগুড়ির একটি বারের মালিক পবন দাস এবং সহ বেশ কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।শুক্রবার রাতে রাজগঞ্জ থানার এসআই মহম্মদ মনসুরউদ্দিনের নেতৃত্বে পবন দাসকে গ্রেফতার করা হয়।বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş