শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক ভাস্কর্য শিল্পীকে কৃষ্ণনগর থেকে গ্রেফতার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।শনিবার রাতে ধৃতকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।ধৃতের নাম সমীরণ বাগ।সে নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা।
জানা গিয়েছে, ভক্তিনগর থানা অন্তর্গত একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা ডঃ শিবশঙ্কর শাস্ত্রী ভাস্কর্য শিল্পী সমীরণ বাগকে তার বাড়ির মন্দিরের জন্য কৃষ্ণ মূর্তি সহ বেশকিছু মূর্তি তৈরি করতে দিয়েছিলেন।এর জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি।এরপর শিবশঙ্কর শাস্ত্রীকে যে মূর্তি দেওয়া হয় তা ছিল সাধারণ পাথর দিয়ে তৈরি করা।কিছুদিনের মধ্যেই সেই মূর্তি ভাঙতে শুরু করে।
এরপরই ডঃ শাস্ত্রী সমীরণ বাগের বিরুদ্ধে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগরে গিয়ে সমীরণ বাগকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।