শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ শিলিগুড়ির একটি নামী কাপড়ের দোকানে লক্ষাধিক টাকা প্রতারণার মামলায় দোকানের অ্যাকাউটেন্ট ও তার এক বন্ধুকে গ্রেফতার করলো পুলিশ।গ্রেফতার অ্যাকাউটেন্ট এর নাম পীযূষ জিন্দাল(৩০) এবং অপরজনের নাম বিকি চৌধুরী(২৮)।পীযূষ জিন্দাল ভক্তিনগর থানা অন্তর্গত ডঃ বি সি কলোনি এবং বিকি ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির অন্তর্গত একটি কাপড়ের দোকানে গত কয়েকবছর ধরে অ্যাকাউটেন্ট হিসেবে কাজ করতো পীযূষ জিন্দাল।এর আগে তার বাবাও সেখানে কাজ করতো।গত ৬ মাস আগে দোকান মালিক অসুস্থ হয়ে পড়ে।তার অস্ত্রোপচারও হয়।যেকারনে পীযূষ দোকানের সমস্ত দায়িত্ব সামলায়।এই সুযোগে ৭৮ লক্ষ টাকার প্রতারণা করে তার বন্ধু বিকি ও আত্মীয়দের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়।
গত মার্চ মাসে অডিট হওয়ার পর গোটা ঘটনা সামনে আসে।ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেজিস্ট্রার মোবাইল নম্বর এবং ই-মেল বদলে দেয় পীযূষ।বিষয়টি সামনে আসতেই খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক।তদন্তে নেমে পীযূষ জিন্দালকে গতকাল বহরমপুর থেকে গ্রেফতার করে আজ শিলিগুড়িতে পৌঁছায়।তাকে জিজ্ঞাসাবাদ করে বিকি চৌধুরীকেও গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।