শিলিগুড়ি, ২১ জুনঃ শিলিগুড়ির একটি নার্সিংহোমের ডিরেক্টর দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।ঘটনার অভিযোগ দায়ের হয়েছে ভক্তিনগর থানায়।ডিরেক্টর দম্পতির নাম মনিকা আগরওয়াল এবং নবীন আগরওয়াল।বর্তমানে দুজনই পলাতক।এদিকে ঘটনায় জড়িত নার্সিংহোমের ৩ কর্মীকে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, গত ১২ জুন শিলিগুড়ির ইস্কন মন্দির এলাকার একটি নার্সিংহোমের ডিরেক্টর অভিষেক দাস তার নার্সিংহোমের অন্য দুই ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।অভিষেক দাসের বক্তব্য, নার্সিংহোমে মোট ৬ জন ডিরেক্টর রয়েছে।তাদের মধ্যে রয়েছে মনিকা আগরওয়াল এবং নবীন আগরওয়াল।এই দুজনের উপরেই সমস্ত দ্বায়িত্ব ছিল।এই সুযোগ নিয়ে দম্পতি নার্সিংহোমে আসা রোগীদের চিকিৎসা বিলে গরমিল করে।বিষয়টি সামনে আসতেই থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাতে প্রতারণার ঘটনায় সামিল নার্সিংহোমের তিন কর্মী অলোক উপাধ্যায়, সুবীর পাল এবং অমিত শাহকে গ্রেফতার করে পুলিশ।আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, দুই মূল অভিযুক্ত মনিকা আগরওয়াল এবং নবীন আগরওয়াল পলাতক।তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।