শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক মহিলা।ধৃত মহিলার নাম বিজয়তা মুখিয়া(৪৫)।দার্জিলিঙের জোরবাংলোর বাসিন্দা।
জানা গিয়েছে, গত ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি অনিল লামা নামে এক ব্যক্তি প্রধাননগর থানায় বিজয়তা মুখিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন।অভিযোগ, ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিল বিজয়তা মুখিয়া।কিন্তু কোনও চাকরি পাননি তিনি।এরপর টাকা ফেরত চাইলে ফেরার হয়ে যায় অভিযুক্ত মহিলা।
ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় একটি কনসালটেন্সিতে কাজ করতেন তিনি।থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই পালিয়ে যান।
গত দুই বছর ধরে তার খোঁজ করছিল পুলিশ।অবশেষে গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিং থেকে বিজয়তা মুখিয়াকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।গতকাল রাতে তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।আজ ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।