শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ মহিলার সঙ্গে প্রতারণার ঘটনায় পাটনা থেকে এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি সাইবার ক্রাইম বিভাগ।গ্রেফতার যুবকের নাম রবিষেক কুমার(২৭)।বিহারের পাটনার বাসিন্দা।
সূত্রের খবর, গত জুন মাসে শিলিগুড়ির এক মহিলা সোশ্যাল মিডিয়ায় এক কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপের বিজ্ঞাপন দেখেন।এরপর মহিলা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার সিদ্ধান্ত নেন।ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সাইটে যান এবং সেখানে একটি চুক্তিও হয়।সেই অনুযায়ী মহিলা ৬২ লক্ষ ৩২ হাজার টাকাও দেন।এরপর বেশ কিছুদিন হয়ে গেলেও ডিস্ট্রিবিউটরশিপ পাননি তিনি।মহিলা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।ঘটনার পরই গত ৩ সেপ্টেম্বর সাইবার ক্রাইম থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার ক্রাইম বিভাগ জানতে পারে যে বিহারের পাটনা থেকে একটি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত।এরপরই অভিযুক্তকে ধরতে পাটনায় পৌঁছায় সাইবার ক্রাইম বিভাগ।প্রতারণার অভিযোগে অভিযুক্ত রভিষেক কুমারকে গ্রেফতার করে আজ সকালে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।আজই ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।