রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে এনজেপিতে বিক্ষোভ

শিলিগুড়ি, ১৫ জুলাইঃ রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে সরব হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।দেশের প্রত্যেকটি রেল আধিকারিক দপ্তরে প্রতিবাদে  সামিল হন তারা।


বুধবার ডিওয়াইএফআই এর দার্জিলিং জেলা ও এনজেপি ফুলবাড়ি লোকাল কমিটির পক্ষ থেকে এনজেপি’র এডিআরএম অফিসে সামাজিক দূরত্ব মেনেই বিক্ষোভ দেখানো হয়।

দার্জিলিং জেলা ডিওয়াইএফআই জেলা সম্পাদক সৌরাশিষ রায় জানান,করোনার সময় কেন্দ্রীয় সরকার মানুষের পাশে না থেকে রেলকে বেসরকারিকরণের চক্রান্ত করছে তা অত্যন্ত নিন্দনীয়।


এই সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না।পাশাপাশি রেলে যে শূন্যপদ রয়েছে তাতে অবিলম্বে কর্মী নিয়োগ করতে হবে এমনটাই দাবি নিয়ে তারা আন্দোলনে সরব হয়েছেন।আগামীতে যদি কেন্দ্রীয় সরকারের এমন ভ্রান্তনীতি পরিবর্তন না করা হয় তাহলে বৃহত্তর আন্দলনে যাবেন তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibombaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom