ফাঁসিদেওয়া, ৫ জুনঃ একাধিক দাবীতে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের কংগ্রেস।
রবিবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল বের করা হয়।মিছিলটি বিধাননগর তৃণমূলের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিধাননগর থানার সামনে এসে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের তৃণমূল প্রার্থী কাজল ঘোষ, ও রুমা রেশমি এক্কা, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রনবেশ মন্ডল ও টুলটুলি সরকার সহ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।
তৃণমূল নেতা কাজল ঘোষ জানান, রাজ্য কমিটির নির্দেশে মেনে এই প্রতিবাদ মিছিল।রাজ্য সরকারের পাওনা অর্থ কেন্দ্র সরকার দিচ্ছেন না।দিনের-পর-দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।পাশাপাশি বিজেপির কিছু দুষ্কৃতী গতকাল থানার সামনে এসে তীর-ধনুক নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের নামে অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আজকের প্রতিবাদ বিক্ষোভ মিছিল।
