রাজগঞ্জ, ২৯ ডিসেম্বরঃ বিজেপি সরকারের দমন–পীড়ন নীতি ও SIR-এর বিরুদ্ধে তৃণমূলের SC–OBC সেলের প্রতিবাদ মিছিল ও সভা।
জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি–ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে সোমবার মিছিল বের করা হয়।রাজগঞ্জ বিধানসভার পাতকাটা অঞ্চলের কালিয়াগঞ্জ থেকে শুরু হয়ে ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেনে গিয়ে শেষ হয়।কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণে করে এই প্রতিবাদ মিছিলে।
মিছিল শেষে তারঘেরা মাঠে এক জনসভার আয়োজন করা হয়।সেখানে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন এসসি–ওবিসি সেলের রাজ্যে সভাপতি ডঃ তাপস মন্ডল, এসসি–ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ একাধিক নেতৃত্ব।
এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ, এসসি–ওবিসির বনগা জেলা সভাপতি পিনাকি বিশ্বাস, জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রনয়িতা দাস, সদর ২ এর ব্লক সভাপতি অর্জুন দাস সহ অন্যান্যরা।

