নকশালবাড়ি, ৬ জুনঃ একশো দিনের বকেয়া টাকার দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে প্রতিবাদ মিছিল করল হাতিঘিসা অঞ্চল তৃণমূল কংগ্রেস।সোমবার নকশালবাড়ি হাতিঘিসা তৃণমূল দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
এদিন নকশালবাড়ি মহকুমা পরিষদের প্রার্থী অরুণ ঘোষ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে একশো দিনের বকেয়া টাকা না দেওয়ায় প্রতিবাদে মিছিল করা হচ্ছে।পাশাপাশি আসন্ন ত্রিস্তর নির্বাচনের প্রচারও করা হচ্ছে।
