শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ সুকান্ত মজুমদারের পাল্টা বাগডোগরায় SIR বিরুদ্ধে প্রতিবাদ সভা করলো তৃণমূল।এদিন সভার আগে সুকান্ত মজুমদারের চামড়া তুলে নেওয়া শ্লোগান তুলে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় সভামঞ্চ। সভা থেকে বিজেপি নেতাদের ঘরে আটকে রাখার হুঁশিয়ারি দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
গত শনিবার বাগডোগরায় সভা করে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতিকে জমি মাফিয়া মন্তব্য করা নিয়ে আন্দোলন শুরু করে তৃণমূল। পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় ও মানহানি মামলা করা হয়। এরপরই আজ পাল্টা সভা করে তৃণমূল।এদিন এই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল, সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা।
এদিন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, পশ্চিমবঙ্গে যেকোনো প্রকারে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, ওদের ভোট দেবে না। কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে শেষ ষড়যন্ত্র করার চক্রান্ত করছেন তা বিফলে যাবে। SIR কারণে মৃত্যু নিয়ে ২৬য়ে ফল পাবে বিজেপি।বিজেপি মহিলাদের ঘরে বন্দি করার হুঁশিয়ারি দিলে, আমি মহিলা হিসেবে চ্যালেঞ্জ করছি তাদের ঘরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা আমরা করবো।
