‘নন্দীগ্রামের ঘটনা পূর্ব পরিকল্পিত’ অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল গৌতম দেবের

শিলিগুড়ি,১১ মার্চঃ নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ঘটনার প্রতিবাদ শুরু করেছে তৃণমূল।এই ঘটনার প্রতিবাদে সরব হলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী গৌতম দেব।বৃহস্পতিবার তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন।


এদিন গৌতম দেব বলেন, নন্দীগ্রামের ঘটনা পূর্ব পরিকল্পিত।ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে।তিনি পায়ে গুরুতর চোট পেয়েছেন।বাম আমলেও তাঁর ওপরে বহুবার আক্রমণ করা হয়েছিল।ঈশ্বরের কৃপায় তিনি প্রাণে বেঁচেছেন সেইসময়।গতকালও সেই ধরণের ঘটনা ঘটল।যাতে প্রচার থমকে যায়।এই ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *