নকশালবাড়িতে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন

নকশালবাড়ি, ৭ আগস্টঃ ভারত সরকারের এএলআইএমসিও সংগঠনের উদ্যোগে ও বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে।


বুধবার নকশালবাড়ির ইউনাইটেড ক্লাবে মেগা শনাক্তকরণ শিবিরে শিলিগুড়ির মহকুমার নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া ও মাটিগাড়া ছাড়াও জায়ঁগা, আলিপুরদুয়ারের বিশেষ চাহিদাসম্পন্নরা এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ইউনাইটেড ক্লাব শিবিরে সহায়তা করেছেন।

এদিন প্রতিবন্ধীদের শনাক্তকরণ ছাড়াও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।শনাক্তকরণ শিবির শেষ করে আগামী পুজোর পর তাদের ট্রাই সাইকেল, হুইলচেয়ার, ব্যাটারি চালিত হুইলচেয়ার ও কানের মেশিন প্রদান করা হবে বলে জানা গিয়েছে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayancasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobet