শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ আর্য সমিতির ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হতে চলেছে তিনদিন ব্যাপী ক্যুইজ প্রতিযোগিতা।বৃহস্পতিবার আর্য সমিতির হলঘরে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন সদস্যরা।
এবছর ৭৫ তম বর্ষে পা দিয়েছে আর্য সমিতি।এই বছরকে স্মরণীয় করে রাখতে সারা বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সমিতির সদস্যরা।আগামী ২৯,৩০ এপ্রিল ও ১ মে সমিতির হলঘরে আয়োজিত হবে এই ক্যুইজ প্রতিযোগিতা।শিলিগুড়ি ক্যুইজ ক্লাবের সহযোগিতায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যুইজ এর আসর বসতে চলেছে আর্য সমিতির হল ঘরে।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক তথা মেয়র গৌতম দেব,শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার,৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা,২৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী,আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার সহ অন্যান্যরা।
