শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন জানিয়ে আজ দেশ জুড়ে প্রতীকী অনশনে বসেছেন চিকিৎসকেরা।সেইমতো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রতীকী অনশনে বসলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় কুমার মল্লিক।
জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবীর মধ্যে অন্যতম দাবী হল নিরাপত্তা।নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের প্রত্যেকটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা।আজ চিকিৎসা পরিষেবা না পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে মনোরোগ বিভাগের নিরাপত্তা কর্মীদের সঙ্গে রোগী ও রোগীর পরিজনদের বচসা ও মারধরের মত ঘটনা ঘটে।সুপারের অফিসও ভাঙচুর করা হয়।এই ঘটনার পরই ফের একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
এই বিষয়ে সুপার সঞ্জয় কুমার মল্লিক জানান, দেশজুড়ে প্রতীকী অনশন কর্মসূচি চলছে।জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানিয়েই আজ প্রতীকী অনশনে যোগ দিলাম।অফিস ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি বলেন, নিরাপত্তাহীনতা সবসময়ই দেখি।এমএসভিপির অফিস থেকে সামান্য দূরত্বে রয়েছে মেডিক্যাল ফাঁড়ি। তারপরেই এরকম ঘটনা ঘটছে।ঘটনার পরই পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।