রাজগঞ্জ ৩১ মেঃ ভোটের আগে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি।কিন্তু ভোট পেরোলেই এলাকায় দেখা মেলে না নেতাদের।এমনই অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।
দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বেহাল অবস্থা রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি গ্রামের রাস্তার। স্থানীয়রা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে, অসুস্থ রোগীদের নিয়ে যাওয়াতেও অসুবিধায় পড়তে হয়। বর্ষার সময় রাস্তায় জল-কাদায় যাতায়াত করতে অনেক অসুবিধায় পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবার ভোটের আগে নেতারা এসে রাস্তা বানানোর আশ্বাস দিলেও সেই রাস্তা আজও তৈরী হয়নি। তাই পঞ্চায়েত ভোটের আগে রাস্তা মেরামত করা না হলে ভোট বয়কট করা হবে।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য নরেশ রায় বলেন, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে। গ্রামবাসীরা আমাকে অনেকবার জানিয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। কিন্তু কেন কাজ হচ্ছে না তা জানা নেই। বিষয়টি আবার জানাবো।