জলপাইগুড়ি, ২৫ নভেম্বরঃ বুধবার মূর্তি বিটের উত্তর ধুপঝোড়া যৌথ বন সুরুক্ষা কমিটির তরফে হাতি তাড়ানোর জন্য জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সার্চ লাইট দেওয়া হল।আজ এলাকার প্রায় ২৫০ জনকে ওই সার্চ লাইট দেওয়া হয়।
বনদপ্তরের তরফে জানা গিয়েছে, ওই এলাকার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল।মাঝেমধ্যেই জঙ্গল থেকে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে।রাতে এলাকায় হাতি প্রবেশ করলে জনগণ যাতে হাতি তাড়াতে পারে এই কারণেই এদিন ওই সার্চ লাইটগুলো দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মূর্তির বিট অফিসার রোশন রায়,জেএফএমসি’র তরফে সাহানুর ইসলাম,আজিজার রহমান প্রমুখ।