৪০ দিনের দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।আজ বেলা ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫।
৫ অক্টোবর করোনা আক্রান্ত হন অভিনেতা।৬ অক্টোবর তাকে ভর্তি করা হয় বেলভিউতে।এরপর ১৪ অক্টোবর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে এবং শারীরিক অবস্থার উন্নতি হয়।করোনা মুক্ত হলেও কো-মরর্বিডিটি সমস্যা তাকে মৃত্যু মুখে নিয়ে যায়।
চিকিৎসকেরা জানান, মাল্টিঅর্গান ফেলিওর ও ব্রেনডেথ হওয়ার ফলে মৃত্যু হয় অভিনেতার।তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড।
সৌমিত্র চট্টোপাধ্যায় এর কর্মজীবন শুরু হয় আকাশবাণীতে ঘোষক হিসেবে।এরপর সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে তাঁর অভিনয় জীবনের সূচনা হয়।এরপর একে একে বহু ছবিতে অভিনয় করেন তিনি।তিনশোর বেশী ছবি রয়েছে তার।একাধারে নাট্যশিল্পী হিসেবেও তিনি পরিচিত।
তিনি বিভিন্ন সময় বহু সম্মানে সম্মানিত হয়েছেন।২০০৪ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাকে।এছাড়াও ২০১২ তে দাদাসাহেব ফালকে পুরষ্কার, ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান লেজিয়ঁ দ্য’নর সহ বহু সম্মানে সম্মানিত হন।শুধুমাত্র চলচিত্র, অভিনয় জগতেই থেমে থাকেননি তিনি আবৃত্তি, কবিতা, সাহিত্য ক্ষেত্রেও তার অবদান অসামান্য।বাংলা অভিনয় জগত ও দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।