প্রধানমন্ত্রীর কাছে দার্জিলিং,কালিম্পং ও শিলিগুড়ির হাসপাতালে পিএসএ প্ল্যান্ট বসানোর আবেদন রাজু বিস্তের  

দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।এই পরিস্থিতিতে সকলকে মাস্ক, সামাজিক দূরত্ব ও কোভিডবিধি মেনে চলার আবেদন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।তিনি সকলকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় সরকার দেশবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে।এই পরিস্থিতিতে বিশেষকরে যুবদের এগিয়ে এসে নিজের এলাকার মানুষকে টিকাকরণ করাতে সহায়তা করার কথা বলেন তিনি।


রাজু বিস্ত বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের ৫৫১টি জেলা হাসপাতালে পিএসএ অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট বসানোর কাজ শুরু করেছে।আমি দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির হাসপাতালগুলিতেও পিএসএ প্ল্যান্ট বসানোর জন্য।এছাড়াও রেল মন্ত্রককে দার্জিলিং জেলার জন্য কোভিড আইসোলেশন কোচের ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন তিনি।  

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet giriş