করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব।ইতিমধ্যেই ভারতেও থাবা বসিয়েছে করোনা।করোনা সংক্রমণ রুখতে সতর্ক প্রশাসন।এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতর টুইট করে জানিয়েছে, Covid-19 মোকাবিলা নিয়ে কথা বলবেন নরেন্দ্র মোদী।এমন ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে জল্পনা।তাহলে কি আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার?
বুধবার প্রধানমন্ত্রীর দফতর টুইট করে জানিয়েছে,”১৯ মার্চ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।কোভিড-১৯(Covid-19 ) ও তার মোকাবিলা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ”
বুধবার করোনা ভাইরাস প্রতিরোধে পরবর্তী পদক্ষেপ স্থির করতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন নরেন্দ্র মোদী।ওই বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। মারণ-ভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীকে গোটা দেশে ১৪৪ ধারা জারির আর্জি জানিয়েছে একদল শিল্পপতি। ৫১ জন শিল্পোদ্যোগীর আর্জি, অবিলম্বে দেশজুড়ে জারি করা হোক ১৪৪ ধারা। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একাধিক পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণায় স্বাভাবিকভাবে তুঙ্গে জল্পনা।