শিলিগুড়ি,৭ এপ্রিলঃ গত কয়েকদিনে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় বেশকিছু জায়গায় অস্ত্র সহ ধরা পড়েছে দুষ্কৃতীরা। এদিকে সোমবার রাতে পঞ্চানন রোডেও একটি বাড়ি থেকে তাজা দুটি বোমা উদ্ধার হয়। সেসব ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।
বুধবার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে তৃণমূলকে নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।তিনি জানান, তৃণমূলের গুন্ডা বাহিনীই এসবের সঙ্গে যুক্ত।আরও বলেন, তৃণমূল নেতাদের ঘরে তল্লাশি চালালে ইভিএম মেশিনও উদ্ধার হবে।
অন্যদিকে তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত।তিনি বলেন, সায়ন্তন বসু পাগলের প্রলাপ বলেন। বিজেপি নেতাদের বাড়ি, গাড়িতে তল্লাশি চালালেই আগ্নেয়াস্ত্র, ইভিএম মেশিন উদ্ধার হবে।
প্রসঙ্গত, শনিবার রাতে ভক্তিনগর ও আশিঘর ফাঁড়ির পুলিশ ৩টি পিস্তল, রবিবার রাতে আশিঘর ফাঁড়ি ১ টি , সোমবার রাতে এনজেপি ও ভক্তিনগর থানা ১ টি করে পিস্তল উদ্ধার করে।