রাজগঞ্জ,২২ আগস্টঃ এবছর দূর্গা পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দূর্গাপূজা উপলক্ষে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে এই অনুদানের কথা ঘোষণা করেন তিনি।গত বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা দেওয়া হলেও এবছর ১০ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হল।এছাড়াও বিদ্যুতের জন্য ৬০% ছাড়ের ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন ফুলবাড়ির পুর্বধনতলায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, ব্লক প্রশাসন, ফুলবাড়ি ১, ফুলবাড়ি ২, ডাবগ্রাম ১, ডাবগ্রাম ২ ও বিন্নাগুড়ি অঞ্চলের প্রায় ১৭০টি ক্লাবের সদস্যরা।
