পুজোর আগে গজলডোবার ভোরের আলোতে আরও ১৩টি কটেজ চালু

রাজগঞ্জ, ৭ অক্টোবরঃ গজলডোবার ভোরের আলোতে আরও ১৩টি কটেজ চালু হল।আগে ৬টি কটেজ চালু ছিল।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি এই কটেজের উদ্বোধন করেন।এর মধ্যে ৫টি কটেজ দ্বিতল।এদিন কটেজ উদ্বোধন উপলক্ষে গজলডোবাতেও অনুষ্ঠান করা হয়।


রাজগঞ্জের বিধায়ক তথা গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, পুজোর আগে ভোরের আলোতে দ্বিতীয় পর্যায়ে ১৩টি কটেজ চালু হওয়ায় পর্যটকদের সুবিধা হল।এটা একটা খুশির খবর।

এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, পর্যটন দপ্তরের উত্তরবঙ্গের যুগ্ম অধিকর্তা জ্যোতি ঘোষ, বনদপ্তরের উদ্যান ও কানন বিভাগের উত্তরবঙ্গের ডিএফও অঞ্জন গুহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *