বাগডোগরা, ১১ নভেম্বরঃ পুজোর বোনাস নিয়ে টালবাহানা।বাগডোগরা-পানিঘাটাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো বাগডোগরার তিরহানা চা বাগানের শ্রমিকেরা।
দীপাবলির আগে বোনাস মেটানোর কথা বলেও বোনাস না দিয়ে বেপাত্তা হয়ে যায় বাগডোগরার তিরহানা বাগান কর্তৃপক্ষ।বোনাসের দাবিতে শুক্রবার বাগান বন্ধ রেখে বিক্ষোভ করে চা শ্রমিকরা।চা শ্রমিকদের বিক্ষোভেও বাগান কর্তৃপক্ষের হেলদোল না হওয়ায় আজ বাগডোগরা-পানিঘাটাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো আইএনটিটিইউসির সমর্থিত তিরহানা চা বাগানের শ্রমিকরা।
এদিন পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চা শ্রমিকরা জানান, বোনাস না পেলে অবরোধ ও আন্দোলন চলবে।
এই বিষয়ে আইএনটিটিইউসির জেলা সম্পাদক রঞ্জন চিকবড়াইক জানান, বাধ্য হয়ে পথে নামতে হয়েছে।মালিকপক্ষ বোনাস না দিয়ে পালিয়ে গিয়েছে।
পথ অবরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হলে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চা শ্রমিকদের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় শ্রমিকরা।