শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ গত বছরের ন্যায় এবারও সরকারি অনুমোদন প্রাপ্ত পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সে প্রতিশ্রুতি মত বুধবার শিলিগুড়ির বেশকয়েকটি দূর্গা পুজো কমিটির হাতে সেই অনুদান তুলে দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।এদিন সেন্ট্রাল কলোনী দূর্গা পুজো কমিটি, অম্বিকানগর পাঠাগার স্পোর্টিং ক্লাব, ফুলবাড়ি বটতলা পুজো কমিটি সহ প্রায় ৩০টি পুজো কমিটির হাতে অনুদান ও পুজার অনুমতিপত্র তুলে দেন তিনি।
এই বিষয়ে কমিশনার গৌরব শর্মা জানান, আজ থেকে অনুদান দেওয়া শুরু হয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যে শহরের সমস্ত রেজিস্টার ক্লাবগুলোর হাতে অনুদান ও অনুমতি পত্র তুলে দেওয়া হবে।সকল পুজো উদ্যোক্তাদের কোভিড নিয়ম মেনে পুজো করতে হবে।কোনোরকম ভিড় পুজো মন্ডপে করা যাবে না।বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।কোনরুপ সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।