শিলিগুড়ি, ১৩ মার্চঃ শিলিগুড়ির সেরা দূর্গা পুজো, কালী এবং ছট পুজো কমিটিগুলিকে সম্মানিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
আজ পুলিশ কমিশনারেট ময়দানে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা সেরা প্যান্ডেল, সেরা প্রতিমা, সেরা থিমের উপর দুর্গা পুজো, কালী পুজো এবং ছট পুজোর প্রায় ১৭টি পুজো কমিটিকে শারদ সম্মান ২০২১ সম্মানে সম্মানিত করে।এর পাশাপাশি পুজো প্যান্ডেলে সেফ ড্রাইভ-সেভ লাইফ নিয়ে সচেতনতা প্রচার করা তিনটি পুজো প্যান্ডেলকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
এই বিষয়ে কমিশনার গৌরব শর্মা জানান, দুর্গা পুজো, কালী পুজো ও ছট পুজোয় সেরা পুজো প্যান্ডেল, প্রতিমা এবং সেরা থিম পূজা প্যান্ডেল কমিটি গুলিকে পুরস্কৃত করা হয়েছে।এর পাশাপাশি যেসমস্ত পুজো প্যান্ডেলগুলি সেফ ড্রাইভ-সেভ লাইফ নিয়ে সচেতনতা প্রচার করেছিল তাদের ট্রফি সহ ২৫ হাজার টাকার চেক দিয়ে সম্মানিত করা হয়েছে।