শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ নতুন বছরের প্রথম দিনে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে অবস্থিত হনুমান মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, আজ সকালে হনুমান মন্দিরে পুজো করার পর ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।সেইসময় এক চোর ভক্তের ছন্দবেশে মন্দিরে প্রবেশ করে।সুযোগ পেয়ে হনুমানের মূর্তি থেকে রুপোর মুকুট চুরি করে চম্পট দেয়।ঘটনার পর রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা পৌঁছে পুলিশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
ব্যবসায়ীদের অভিযোগ, দিনের পর দিন চুরির ঘটনা বাড়ছে।এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগও করা হয়েছিল।এরপরও কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
এদিকে খবর পেয়ে পু্লিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।