জলপাইগুড়ি, ১৯ অক্টোবরঃ এবছরের দূর্গা পুজোকে উৎসবে পরিণত করবেন না,নিয়ম রক্ষার্থে শুধুমাত্র পুজোতে সামিল হন।আনন্দ উৎসব এবছর নয়।নিয়ম মেনে চললে আগামীবছর পরিজনদের নিয়ে উৎসবে সামিল হতে পারবেন৷এমনটাই বার্তা দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন।
সোমবার জেলাশাসক দফতরের আরটিসি হল ঘরে একটি বৈঠক করা হয়।এদিনের বৈঠকে মহকুমাশাসক রঞ্জন কুমার দাস, ওএসডি সুশান্ত রায়, ডেপুটি সিএমওএইচ-২ মৃদুল ঘোষ, জলপাইগুড়ির পুজো উদ্যোক্তা, জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
এদিনের বৈঠকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে পুজো কমিটি গুলিকে জানানো হয়, এবারে পাড়ায় পাড়ায় পুজো পালন করতে হবে।মাস্ক বাধ্যতামূলক, যারা মাস্ক পরে আসবেন না তাদের মাস্ক দিতে হবে। পুজো মণ্ডপে অক্সি মিটার, অক্সিজেন সিলিন্ডার এছাড়া রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার গাড়ি রাখতে হবে।এবছরের সারদ সম্মান দেওয়া হবে কোভিড সচেতনতার উপরে।
ওএসডি সুশান্ত রায় বলেন, পুজোতে মাস্ক ব্যবহার করতে হবে।যেভাবে চিকিৎসক ও নার্স করোনাতে আক্রান্ত হচ্ছেন।পুজোতে সতর্কতা মেনে না চললে আমরা রোগীদের বেড দিতে পারবো না।স্পেনের মত অবস্থা হতে পারে।তাই সললকে সাবধান হতে হবে।