শিলিগুড়ি, ২২ আগস্টঃ আজ পুজো কমিটিগুলিতে নিয়ে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিনের এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন শিলিগুড়ির বিভিন্ন পুজো কমিটিগুলিও।উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরাও।
ইতিমধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো।এদিনের বৈঠকে হেরিটেজের শিরোপা পাওয়া দূর্গা পুজোকে আরোও কিভাবে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়।শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুরনিগমের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।ভার্চুয়ালি আলোচনার মধ্য দিয়ে সকলে নিজেদের মতামত তুলে ধরেন।এদিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে পুজোয় সামিল হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
ভার্চুয়ালি বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, এবার ১লা সেপ্টেম্বর থেকেই দুর্গা পুজোর সূচনা হবে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।সব জেলাতেই শোভাযাত্রার মধ্য দিয়ে ইউনেস্কোকে সন্মান জানানো হবে।পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সরকার থেকে দেওয়া অনুদান ৫০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি ৭ অক্টোম্বর শিলিগুড়িতে কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই খুশির হাওয়া শিলিগুড়ির পুজো উদ্যোক্তাদের মধ্যে।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানান তারা।