পুজোর আগে তীর্থ যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা ভারতীয় রেলের

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ পুজোর কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্তের তীর্থ যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল।বুধবার এই বিষয়ে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগম।


ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগমের গুয়াহাটি অফিসের ট্যুরিজম ইনচার্জ বিশ্বজিৎ দাস বলেন, ৩০ সেপ্টেম্বর আগরতলা থেকে গোয়া অবধি একটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।ট্রেনের নাম ‘পিলগ্রিম স্পেশাল ট্যুরিস্ট ট্রেন’।এই ট্রেনে স্লিপার, এসি রুম ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।৬০ শতাংশ যাত্রী নিয়ে এই ট্রেন রওনা দেবে।এই তীর্থযাত্রার টিকিট ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগমের ওয়েবসাইট ও আঞ্চলিক অফিসে পাওয়া যাবে বলে জানান তিনি।

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *