রাজগঞ্জ, ২৩ সেপ্টেম্বরঃ পুজোর আগে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো গজলডোবার নৌকাবিহার পরিষেবা।দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পরে আজ পুনরায় পর্যটকদের জন্য এই নৌকাবিহার পরিষেবা পুনরায় চালু করলেন গজোলডোবার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বর্ষার জন্য গজলডোবার নৌকাবিহার পরিষেবা বন্ধ করা হয়েছিল।পুজোর আগে পুনরায় সেই পরিষেবা পর্যটকদের জন্য চালু করা হল।এরফলে পর্যটকদের পাশাপাশি যারা নৌকা চালান অর্থাৎ মাঝিরাও অনেক খুশি হবেন বলে জানান তিনি।