রাজগঞ্জ, ৮ সেপ্টেম্বরঃ দূর্গা পুজোর বাকি আর কয়েকটা দিন, মালা গাঁথতে ব্যস্ত সাহুডাঙ্গির ভেলকিপাড়ার মহিলারা।সারাবছর টুকটাক কাজ চললেও দুর্গা পুজোর মরসুমে বেশি বরাত পাওয়া যায়।তাই পুজো এলে মুখে হাসি তাদের।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ির এলাকার ভেলকিপাড়ার বেশকিছু পরিবারের মহিলারা মালা গাঁথেন।বরাত অনুযায়ী মালা গাথেন তারা।এরপর সেই মালা পৌঁছে দেন শিলিগুড়িতে মালিকের কাছে।
ভেলকিপাড়ার অনিতা বর্মন বলেন, স্বামী দিনমজুরের কাজ করেন।তাই মহিলারা বাড়িতে বসে ফুলের মালা গাঁথি।সামান্য কিছু টাকা উপার্জন হয়।ওই টাকা দিয়ে পুজোর খরচ করা হয়।
অন্যদিকে প্রিয়া রায় বলেন, স্বামী দিনমজুরের কাজ করতে বাড়ির বাইরে যাওয়ায় আমি বাড়িতে বসে কিছু উপার্জনের চেষ্টা করি।মালা গেঁথে যেটুকু উপার্জন হয় তা দিয়ে পুজোর খরচ করা হয়।তবে সারাবছর মালা গাঁথার তেমন কাজ পাওয়া না গেলেও পুজোর সময় বেশি কাজ পাওয়া যায়।সামান্য উপার্জন হলেও উপকারে লাগে।