শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ পুজোর গাইড ম্যাপের উদ্বোধন হল শিলিগুড়িতে।রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে এবারের পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নমবলম, পুলিশ কমিশনার গৌরব শর্মা ও পুরনিগমের প্রশাসক মণ্ডলী।
এদিন পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, সোমবার ডিজিটাল ম্যাপও প্রকাশ করা হবে।
পাশাপাশি পুজোয় নিরাপত্তা প্রসঙ্গে জানান, পুজোর চারদিন শহরে মোবাইল ভ্যান ও সাদা পোশাকের পুলিশ থাকবে।মহিলাদের সুরক্ষায় থাকবে মহিলা স্কোয়াড।যারা ইভটিজিং এর ঘটনা রুখতে কাজ করেন।