নকশালবাড়ি কমিউনিটি হলে বৈঠক করে পুজোর গাইডম্যাপ প্রকাশ করলো দার্জিলিং জেলা পুলিশ

নকশালবাড়ি, ২১ সেপ্টেম্বরঃ শারদ উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শেষপর্যায়ে।শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে মহকুমার সকল পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুজোর গাইডম্যাপ প্রকাশ করলো দার্জিলিং জেলা পুলিশ।


এদিন নকশালবাড়ি কমিউনিটি হলে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত  ও শিলিগুড়ি মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং সহ অন্যান্যরা।এদিন গাউড ম্যাপ প্রকাশের পাশাপাশি ৬টি পুজো কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এই বিষয়ে এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত জানান, আজকের বৈঠকে তিনটি থানা এলাকার মোট ১৬৫টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আজ ছয়টি পুজো কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।আগামীতে বাকি পুজো কমিটিগুলিকেও অনুদানের চেক তুলে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *