রাজগঞ্জ, ৮ অক্টোবরঃ পুজোর খরচ জোগাতে প্লাস্টিকের ফুলের মালা গাঁথেন রাজগঞ্জের ভেলকিপাড়ার মহিলারা।সারাবছর টুকটাক কাজ চললেও দুর্গাপুজোর মরসুমে বেশি বরাত পাওয়া যায়।তাই পুজো এলে হাসি ফোটে তাদের মুখে।
আদর্শপল্লি এলাকার ভেলকিপাড়ার বেশকয়েকটি পরিবারের মহিলারা প্লাস্টিকের ফুলের মালা গাঁথেন।মালা গেঁথে তারা শিলিগুড়িতে মালিকের কাছে পৌঁছে দিয়ে আসেন।মালা গেঁথে দিনে ৫০-৬০ টাকা উপার্জন হয়।সেই টাকা দিয়েই পুজোর খরচ চালান মহিলারা।
ভেলকিপাড়ার হিরামনি বর্মন বলেন, স্বামী দিনমজুরের কাজ করে। তাই মহিলারা বাড়িতে বসে মালিকের দেওয়া ফুলের মালা গাঁথেন। দিনে ৫০ – ৬০ টাকা উপার্জন হয়।ওই টাকা দিয়ে পুজোর সময় খরচ চালান।
প্রিয়া রায় নামে অন্য এক মহিলা বলেন, স্বামী দিনমজুরের কাজ করতে বাড়ির বাইরে যাওয়ায় আমি বাড়িতে বসে কিছু উপার্জনের চেষ্টা করি।তাই বাড়িতে বসে মালা গেঁথে যেটুকু উপার্জন হয় তা দিয়ে পুজোর খরচ করা হয়।তবে সারাবছর মালা গাঁথার তেমন কাজ পাওয়া না গেলেও পুজোর সময় বেশি কাজ পাওয়া যায়।সামান্য উপার্জন হলেও উপকারে লাগে।