শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ দূর্গা পুজোর প্রস্তুতি নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে পুলিশ প্রাশাসন ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন পুর প্রশাসক গৌতম দেব।এদিন পুজো সংক্রান্ত বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠক শেষে গৌতম দেব জানান, গতবারের মত এবারেও খোলামেলা পুজো মন্ডপ করার নির্দেশ বহাল থাকছে।সমস্ত পুজোমন্ডপে মাস্ক, স্যানিটাইজার রাখতে হবে।মানুষ যাতে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।এবছর নতুন করে কোনো পুজোর অনুমতি দেওয়া হবে না।যাদের অনুমোদন রয়েছে তারা অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে পুজোর অনুমতি নিতে পারবেন।১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিসর্জন হবে।এবছর মহানন্দা লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের পাশাপাশি পার্বতীঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হবে যাতে চম্পাসারি,শালুগাড়া সহ আশপাশের এলাকার প্রতিমা বিসর্জন করা যায়।