শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ করোনা আবহে সচেতনতার বার্তা দিয়ে খুঁটি পুজোর মাধ্যমে আসন্ন দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি শুরু করলো দাদাভাই স্পোটিং ক্লাব।
কোনও থিম নয়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সচেতনতার পথে হাঁটতে চাইছে দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব।মঙ্গলবার দুপুরে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজো সম্পন্ন হয়।
পুজো কমিটির সভাপতি অখিল বিশ্বাস বলেন, করোনা আবহে এবছর ক্লাব ময়দানে পুজো হচ্ছে না।ছোট করে ক্লাবের পাশেই পুজোর আয়োজন করা হয়েছে।পুজোয় এবার পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে পুজো মণ্ডপে।প্রতিমায় থাকছে নতুনত্বের ছোঁয়া।পুজো ছোটো করে ১০ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।পুজোর ৪ দিন দুঃস্থদের খাবারের ব্যবস্থা করা হবে।এছাড়াও ১ হাজার মানুষকে নতুন বস্ত্র বিতরণ করা হবে।
ক্লাব সম্পাদক বাবুল পাল চৌধুরী জানান, এবারে কোনো চাঁদা না তুলে ক্লাব সদস্যদের সহযোগিতায় পুজোর সব খরচ বহন করা হবে।ভিড় এড়াতে ক্লাব সদস্যরা সবরকম সরকারি নির্দেশিকা মেনে চলবেন বলে জানিয়েছেন তিনি।